রাজশাহী বিভাগীয় কমিশনার কাপ অনূর্ধ্ব -১৫ প্রমীলা ফুটবল টূর্ণামেন্টে সিরাজগঞ্জ রানার্সআপ
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
রাজশাহী বিভাগীয় কমিশনার কাপ অনূর্ধ্ব-১৫ প্রমীলা ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এ সিরাজগঞ্জ জেলা প্রমীলা দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।
সোমবার ( ১৩ ফেব্রুয়ারী ) বিকেলে রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্সে মাঠে ফাইনাল খেলায় রাজশাহীর প্রমীলা ফুটবল দলের কাছে ৩-১ গোলে হেরে রানার্সআপ হয়েছে সিরাজগঞ্জ প্রমীলাদল ।
এর আগে সকাল সাড়ে দশটার খেলায় সেমিফাইনালে পাবনা জেলাকে ২-০ গোলে হারিয়ে সিরাজগঞ্জের প্রমীলা ফুটবল দল ফাইনালে উন্নীত হয়।
একই ব্যবধানে রাজশাহী জেলা প্রমীলা ফুটবল দল বগুড়া জেলা প্রমীলা দলকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়।
বিকেল সাড়ে তিনটায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে স্বাগতিক রাজশাহী প্রমীলা দল ৩-১ গোলে সিরাজগঞ্জ জেলা প্রমীলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফলে সিরাজগঞ্জ জেলা প্রমীলা দলকে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়।
উক্ত ফাইনাল চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন, খেলার প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত দায়িত্ব) এনডিসি জি. এস. এম. জাফরউল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল জলিল।
এতে সভাপতিত্ব করেন, ড. শারমিন হোসেন।
এসময়ে সিরাজগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক, টিম ম্যানেজার ফারজানা সিদ্দিকা অপু , সিরাজগঞ্জ জেলার সাবেক কৃতি ফুটবলার বাংলাদেশ শিশু-কিশোর খেলোয়াড় কল্যাণ সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও প্রধান কোচ মোঃ রেজাউল করিম খোকন সিরাজগঞ্জ প্রমীলা ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের সাথে রয়েছেন এবং প্রমীলা ফুটবলারদের আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানান।