রহমতগঞ্জ বালিকা সরঃ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়াপ্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার অন্যতম বিদ্যাপীঠ রহমতগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়েছে। এতে, কোরআন তেলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন,ক্রীড়া উদ্বোধন, মশাল পরিভ্রমন, কুচকাওয়াজ, নৃত্য পরিবেশন, যেমন খুশি তেমন সাজো সহ মোট ২৪টি ইভেন্টে খেলাধূলা করা হয়েছে। বিদ্যালয়ের মাঠে রোববার (৩ মার্চ-২০১৯) দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন, বীরমুক্তিযোদ্ধা, জেলা ক্রীড়া সংস্হার সহ-সভাপতি, রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্যদ সভাপতি ওজেলা আওয়ামীলীগের নেতা গাজী হাসান খসরু খান। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলার সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার শেখ ফরিদ আহমেদ, রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক কল্যাণ সমিতির ইকবাল শেখ, সাবেক সভাপতি শামছুুউদ্দিন ইলিয়াছ খান, রহমতগঞ্জ ইয়াং এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ হায়দার আলী খান, রহমতগঞ্জ বাজার কমিটির সম্পাদক কামরুল ইসলাম হেলাল খান, বিশিষ্ট ব্যবসায়ী ওসমাজ সেবক গোলাম মোস্তফা সোহাগ।
এতে সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আশরাফ আলী খান। খেলাধূলার অভ্যর্থনায় ছিলেন,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী খানম, সমাজসেবক ক্রীড়ানুরাগী আনোয়ারুল হাসান খান, শামীম খান, গোলাম মোস্তফা, শিখা’র চেয়ারম্যান আব্দুল হান্নান, ক্রীড়া পরিচালনায় ছিলেন, সহকারী শিক্ষক হাছিনা ইয়াছমিন ও ক্রীড়াবিদ এস,কে বুলবুল হাসান, ধারাবর্ণনায় ছিলেন,সহকারি শিক্ষক শারমিন ও ব্যবসায়ী জুলফিকার হাসান খান, বিচারক মন্ডলী ছিলেন,শিক্ষক হাসিরা খানম, জাহাঙ্গীরর আলম, তোফাজ্জল হোসেন, ফলাফল সংরক্ষনে ছিলেন, শিক্ষক জোসনা নাহার, ভান্ডার রক্ষক শিক্ষক আফরোজা ও ইব্রাহীম।