সিরাজগঞ্জ

রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ  পৌর এলাকার রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ২১ ফেব্রয়ারি  মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।  

শুক্রবার ভোরে  দিবসটি উপলক্ষ্যে স্কুলে জাতীয় সংগীতের সংগে সংগে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, প্রভাত ফেরি,   এক আলোচনাসভা  ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অত্র  বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি  হিসেবে উপস্হিত ছিলেন, ম্যানেজিং সভাপতি গাজী হাসান খসরু খান। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ম্যানেজিং কমিটির আজীবন দাতা সদস্য আব্দুল মতিন খান, পৌর কাউন্সিলর সালমা খাতুন (বি,এ)  , ৪ নংং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলী খান প্রমুখ। অনুষ্ঠান শুরুর পূর্বে ভাষা শহীদের আত্নারর শান্তি কামনা ও  স্মরনে – কালোব্যাজ ধারণ,  কোরান তেলায়াত, দোয়া মোনাজাত,   এরপর এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।