রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরন ও শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ পৌর এলাকার অন্যতম বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কৃতি ছাত্রীসংবর্ধনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান শুক্রবার ( ২২মার্চ-২০১৯) দিনব্যাপী অনুষ্ঠান করা হয়। এতে পবিত্র কোরআন তেলায়াত,জাতীয়পতাকা ও জাতীয় ক্রীড়া পতাকা উত্তোলন, কপোতমুক্ত, জাতীয় সংগীত পরিবেশ, কুচকাওয়াজ , মশাল পরিভ্রমন, ক্রীড়াক্রম, আলোচনাসভা ও কৃতিছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের দুই দুইবারের এমপি ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কারর বিতরন করেন, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা কে,এম হোসেন আলী হাসান, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এস,এম নাছিম রেজা নূর দীপু, এল,জিইডি প্রকৌশলী মশিউল আলম লিটন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলামিন তালুকদার, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাফা সাদরিয়া, ডাঃ আনিসুর রহমান, সমাজ সেবক ইকবাল হোসেন, কামরুল হাসান খান হেলাল,মাহমুদুল হক খোকন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্রবিদ্যাপীঠের পরিচালনা পর্ষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গাজী হাসান খসরু খান। সার্বিক দায়িত্বে ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্হিত ও বিভিন্ন কমিটিতে ছিলেন, ৪নং ওয়ার্ড আঃলীগের সভাপতি আশরাফ আলী খান, শিখা’ র সভাপতি আব্দুলল হান্নান, সহকারী শিক্ষক সোলায়মান হোসেন , শিক্ষক জাহাঙ্গীর আলম, তাছরিনা খাতুন, মারুফা জাহান,নিঘাই সুলতানা,শামীমরেজা,আব্দুলল মজিদ সেখ,রাশিদুল কবীর, বিশিষ্ট ক্রীড়াবিদ মাহফুজার রহমান, এস,কে বুলবুল হাসান মাহমুদুল হক খোকন ,নূরুল ইসলাম,ব্যবসায়ী লিয়াকত আলী, আনোয়ারুল হাসানখান, গোলাম মোস্তফা, শামীম খান সহ গন্যমান্যব্যক্তিবর্গ ও অভিভাবক শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথি ডাঃ হাবিবে মিল্লাতত মুন্না এমপি বলেন, শিক্ষার্থীরা সুশিক্ষা অর্জন করে আগামীতে বঙ্গবন্ধুরর সোনার বাংলা গড়বে। তিনি সকল শিক্ষার্থীদের উদ্দশ্যে বলেন, কেউ দুর্নীতির , মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ জড়াবেনা , বাল্যবিবাহর কেউ শিকার হলে প্রশাসনে খবর দিবে, কেউ বাল্যবিবাহ করবেনা বলে জানান।