রতনকান্দি মহিষামুড়ায় পারিবারিক সম্পতি ভাগবাটোয়ারা দ্বন্দ্বে বসত ঘর উচ্ছেদের অভিযোগ
নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের সদর উপজেলার মহিষামুড়া গ্ৰামে পারিবারিক সম্পতি ভাগবাটোয়ারা সংক্রান্ত দ্বন্দ্বের জেড়ে বসত ঘর ভাংচুর ও উচ্ছেদের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
রবিবার (২৭-মার্চ) সকালে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোস্তফার স্ত্রী নাজমা খাতুন আহত হয়েছেন।
ভুক্তভোগী গোলাম মোস্তফা ও স্থানীয়রা জানান, একাধিক দাগের পারিবারিক সম্পতি পূর্বপুরুষ কর্তৃক ছাম বাটোয়ারারার ভিত্তিতে ভোগদখল করে আসছেন। সম্প্রতি তার দখলের মহিষামুড়া মৌজার জে এল -১, খতিয়ান- ৪৮৯ দাগ নং ৪১ এর ৪৩ শতাংশ এবং দাগ নং ৪৭ এর ১৯ শতাংশ জমির একাংশে ২৪ হাত এবং ১২ হাত ঘর নির্মাণ করে। ঘটনার দিন মৃত শামছুল হকের ছেলে তোফাজ্জল হোসেন, মোকছেদ ও
আবুল, তোফাজ্জলের দুই ছেলে সেলিম রেজা এবং শাহাদাত হোসেন, মোকছেদ আলীর দুই ছেলে বেলাল এবং হেলাল, মোতাহারের ছেলে জাকারিয়াসহ তাদের ভারা করা ৫০/৬০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়িঘর ভাঙচুর ও ঘর দুটি ভেঙ্গে অন্যত্র সরিয়ে জমি থেকে উচ্ছেদ করে দেয়।এসময় ভুক্তভোগীরা ৯৯৯ এ ফোন করে বিষয়টি অবগত করলে সদর থানা পুলিশের পক্ষ থেকে পরিদর্শন শেষে সামাজিকভাবে মিমাংসার পরামর্শ দিয়েছেন।
এবিষয়ে তোফাজ্জলের পুত্র সেলিম জানান, আমাদের ক্রয়কৃত জমির ওপর জোরপূর্বক দখল করে নির্মাণ করা ঘরটি অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চলছে।