সিরাজগঞ্জ

রতনকান্দি ইউনিয়ন আঃলীগের ভারপ্রাপ্ত সাঃসম্পাদকের দায়িত্ব পেলেন রফিকুল ইসলাম 

নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রফিকুল ইসলাম মাষ্টার। রফিকুল ইসলাম মাষ্টার বর্তমান  ইউনিয়ন আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
শনিবার (২১-আগষ্ট) বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সিমান্তবাজার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম জুড়ান।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী আকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মান্নান ফারাজী, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন,সহ-দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান বুলবুল, শিক্ষা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম,ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক আনোয়ার হোসেন,  শ্রম বিষয়ক সম্পাদক বাবুল আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক নুরে ফাতিমা (রিনা) সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ১০-এপ্রিল রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম চৌধুরী মিলন মৃত্যু বরণ করায় উক্ত পদটি শূন্য হয়।