রতনকান্দি ইউনিয়নের চিলগাছায় কৃষকের মাঠ দিবস পালন।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ১নং রতন কান্দি ইউনিয়নের চিলগাছাতে সোমবার (২২এপ্রিল-২০১৯) সকালে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলোজি প্রোগাম (এন এটিপি-২) এর আওতায় স্হাপিত ফসল ইরিধান-৫৮ এর মাঠ দিবস পালন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন, অত্র ইউপি’র চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোক্তাদির বকুল। উক্ত মাঠ দিবসে প্রধানঅতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোস্তম আলী। বিশেষ অতিথি ছিলেন, ( এ ই ও) কৃষিবিদ এ্যামিলিয়া জান্নাত। মাঠ দিবসে সংশ্লিষ্ট (এস এ এ ও)ইউনিয়নের বৃন্দ সহ প্রায় শতাধিক কৃষক -কৃষানীরা ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের অনেকেই উপস্হিত ছিলেন।