রতনকান্দির ভেন্নাবাড়িতে পাট বীজ নয় আগাছা উৎপাদন প্রদর্শনী!
নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ সদরের রতনকান্দি ব্লকের ভেন্নাবাড়ি গ্ৰামের আব্দুস ছালামের জমিতে কৃষি প্রণোদনা ২০২১-২০২২ আওতায় নাবী পাট বীজ উৎপাদন প্রদর্শনী বরাদ্দ দিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সাইনবোর্ড না থাকলে যে কেউ বিভ্রান্ত হবে অযত্ন অবহেলায় আগাছা এবং লেদা পোকার ঘর বসতিতে পরিনত হওয়া প্রদর্শনী প্লটটি
সরেজমিনে দেখে।
জমির মালিক কৃষক আব্দুস ছালাম আগাছা ও পোকামাকড়ের উপদ্রবের সত্যতা স্বীকার করে জানান, গাছের গোড়ায় পঁচন ধরেছিল জমির কিছু অংশে গাছ নাই, অফিসারের (উপ-সহকারী কৃষি কর্মকর্তা) পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।
সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তা তানিম মিয়া প্রদর্শনী ভালো আছে দাবি করে প্রদর্শনী সংক্রান্ত তথ্য দিতে অপরাগতা প্রকাশ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রুস্তম আলী বলেন, এমনটা হতে পারে, খোঁজ নিয়ে দেখতে হবে।
এ বিষয়ে কৃষি সচেতন শিক্ষক আমিনুল ইসলাম জানান, এ ধরনের প্রদর্শনী দেখে কৃষক নিরুৎসাহিত হবে। রাষ্ট্রীয় অর্থের অপচয় ছাড়া আর কিছু নয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কৃষি প্রণোদনা ২০২১-২০২২ আওতায় উপজেলায় মোট ৪০ টি নাবী পাট বীজ উৎপাদন প্রদর্শনী বরাদ্দ দেয়া হয়েছে।সুবিধাভোগী কৃষকদের পাট বীজ চাষ প্রশিক্ষণ শেষে সার, বীজ এবং অন্যান্য খরচ বাবদ ২ হাজার ৭শ টাকা প্রদান করা হয়েছে।