সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের আয়োজনে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
অমর ২১ফেব্রুয়ারি-২০১৯ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজ সিরাজগঞ্জ পালন করেছে। শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, প্রভাত ফেরী, কোরআন তেলাওয়াত,গীতাপাঠ,ভাষা শহীদদের প্রতিশ্রদ্ধা নিবেদন করো ১মিনিট নিরবতা পালন, দোয়া মোনাজাত ও আলোচনা সভা, পুরস্কার বিতরন করা হয়েছে। আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন, অত্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জেসমিন আখতার। প্রধান বক্তা ছিলেন, কলেজ অধ্যক্ষ প্রফসর মোঃ মিজানুর রহমান। সভাপতিত্ব করেন, কলেজের অর্থনীতি বিভাগের সহযোগি অধ্যাপক ড.মোঃ নাসির উদ্দীন গণি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য হিসাবে বক্তব্য রাখেন, কলেজের রাষ্ট বিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক এইচ.এম.ইদ্রিস। অনুষ্ঠান পরিচালনা করেন, প্রভাষক মনিরা আক্তার।