যুবলীগ নেতা মুসার আয়োজনে শেখ হাসিনার ৭৩তম জন্মবার্ষিকী পালন
সিরাজগঞ্জ প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, মাদার অফ হিউম্যানিটি দেশরত্ন , বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে কেক কেটে যথাযথ ভাবে দিবসটি পালন করেছে সিরাজগঞ্জের যুবলীগের নেতৃবৃন্দ।
শনিবার রাত ১০টায় সিরাজগঞ্জ শহরের এসএস রোড়ের ঢাকা ব্যাংকের সামনে যুবলীগ নেতা আবু মুসার আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কর্তন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জেহাদ আল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা যুবলীগের সদস্য শেখ সুলতান মাহমুদ, যুবলীগ নেতা নবীন সিরাজী, থানা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আলীম শেখ, যুবলীগ নেতা সাইদুল হক বাবু, ৩নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ লুলু, জেলা সেচ্ছাসেবকলীগের সাংকৃতি বিষয়ক সম্পাদক মো: সোহেল প্রমুখ।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে অতশবাজী মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষনা করা হয়।