যমুনা নদীতে গোসল করতে গিয়ে কলেজ শিক্ষার্থী নিখোঁজ !
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে বন্ধুদের সাথে যমুনা নদীতে গোসল করতে গিয়ে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে যমুনা নদীর ৩ নং ক্রসবার বাঁধ এলাকায় স্মরণ, শাকিব, শান্ত ও ইমন ৪ বন্ধু গোসল করতে নামে। এসময় তারা নদী সাঁতরে বাঁধের মাথায় জাগা চড়ে যায়, সেখান থেকে পাড়ে আসার সময় ৩ বন্ধু পাড়ে আসলেও স্মরণ স্রোতের টানে নদীতে ভেসে যায়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি। স্থানীয় জেলেদের সহয়তায় উদ্ধার কাজ চললেও রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ করবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিখোঁজ স্মরণ ইসলামিয়া সরকারি কলেজ থেকে চলতি বছরের এইচ এসসি পরীক্ষায় অংশগ্রহণ করতো বলে জানিয়েছে পরিবার।