যমুনায় জাটকা সংরক্ষণে অভিযান, জব্দকৃত কারেন্ট জাল ধ্বংস
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ
জাটকা সংরক্ষণ সপ্তাহ কে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে যমুনা নদীতে এ অভিযান পরিচালনা করেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। উক্ত অভিযানে যমুনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে জাটকা ধরার জন্য ব্যবহৃত হয় এমন ৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ৫ কেজি জাটকা জব্দ করা হয়।পরে উদ্ধারকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধবংস করা হয় এবং জব্দকৃত জাটকা স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।