সিরাজগঞ্জ

যমুনানদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লক্ষ টাকা জরিমানা ।

 আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার সয়দাবাদ  ইউনিয়নের যমুনানদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ সেপ্টম্বর)  বিকেলে এই দন্ডাদেশ দিয়েছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম  মোঃ আনিসুর রহমান।  ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান,গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার  পারপাচিল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

এ সময় দেশীয় পদ্ধতিতে যমুনানদী হতে অবৈধভাবে বালু উত্তোলন দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে আঃ সালাম ও জয়নাল আবেদীন নামক দুই বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ অভিযানে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০” এর আওতায় জরিমানা করা হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল,সয়দাবাদ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মঈন উদ্দীন  ইসলাম ও বঙ্গবন্ধু পশ্চিম থানা পুলিশের সদস্যবৃন্দ।