মোটর সাইকেল সহ চোরাকারবারীর ৩ সদস্য গ্রেফতার-সরিষাবাড়ীতে
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃতৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ীতে মোটর সাইকেল সহ চোরাকারবারীর ৩ সদস্য কে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে পৌরসভার ধানাটা মহল্লা থেকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সুত্রে জানা গেছে-গ্রেফতারকৃতরা সরিষাবাড়ী উপজেলার দাসের বাড়ী গ্রামের হাফিজুর রহমান, আরামনগর বাজারের
সাব্বীর হাসান ও ধানাটা গ্রামের রবিন এরা দির্ঘ দিন যাবৎ মোটর সাইকেল চোরাকারবারী করে আসছে। পৌর সভার আরামনগর বাজারস্থ দলিল লেখক রফিকুল ইসলামের একটি মোটর সাইকেল চুরি হয়। চুরির ঘটনায় রফিকুল সরিষাবাড়ী থানায় একটি মামলা করেন।ওই মামলার তদারকি কর্মকর্তা এস আই ঈমান আলী ওই তিন জনকে আটক করে থানায় নিয়ে যায়। তাদেরকে জিজ্ঞাসাবাদের পর রবিনের বাড়ী থেকে ১১০ সিসি মাহিন্দ্র মোটর সাইকেল উদ্ধার করতে সক্ষম হয় । গ্রেফতারকৃত তিন জনকেই জেল হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানান।