খেলা

মেসির পেনাল্টি মিস নিয়ে কোচ যা বললেন

৬৪ মিনিটে লিওনেল মেসির পেনাল্টি মিস নিয়ে অনেক কথা হচ্ছে। কথা হবে আরও অনেক দিন, যদি না আর্জেন্টিনা অধিনায়ক এই দুঃখ ভুলিয়ে দেন দুর্দান্ত কিছু করে। সে সব পরে, মেসির মতো ফুটবলার পেনাল্টি মিস করেন! না, মিস করাটাও তাঁর কাছে নতুন কিছু নয়। পরিসংখ্যান বলছে, আগেও ২৩ বার তিনি হাতছাড়া করেছেন পেনাল্টি।

মেসির এই পেনাল্টি হাতছাড়ার রোগ কতটা ভাবাচ্ছে হোর্হে সাম্পাওলিকে? আর্জেন্টিনা কোচ মেসির পেনাল্টি মিসের পরিসংখ্যানকে শুধুই সংখ্যা হিসেবে দেখছেন, ‘সামনে এগিয়ে যেতে আমাদের আরও বিকল্প খুঁজে বের করতে হবে। আমাদের গ্রুপটা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। পেনাল্টি মিস ও লিওর (মেসি) ভুল আরেকটা সংখ্যা, এটি এখন অতীত। ফুটবল এমনই। দল হিসেবে আমাদের আরও শক্তিশালী হতে হবে। নিজেদের ওপর আস্থা রাখতে হবে। আর বুঝতে হবে আমাদের হাতে যে অস্ত্র আছে তা দিয়ে যেকোনো দলকে হারানো সম্ভব।’