উল্লাপাড়া

মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল হত্যার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন

 

উল্লাপাড়া প্রতিনিধি;

হবিগঞ্জের আধুনিক সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো,সাইফুল ইসলামকে সন্ত্রাসী বাহিনী কর্তৃক হত্যার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উল্লাপাড়া উপজেলা মেডিকেল টেকনোলজিস্টদের আয়োজনে দুপুরে থানা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, প্রদিপ কুমার সরকার, মো, আমিরুল ইসলাম ফারুক, মো, আজাদুল ইসলাম সবুজ, আয়ুব আলী ও মোতালেব হোসেন মুন্না প্রমুখ।

এ মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, টেকনোলজিস্ট সাইফুল ইসলামকে সন্ত্রাসী বাহিনী কর্তৃক পরিকল্পিত ভাবে হত্যা করেছে। আমরা এ হত্যার আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তিদেওয়া জোর দাবী জানাই এবং তিব্র নিন্দা প্রতিবাদ করছি। আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা না, হলে আমরা আগামী দিনে কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করবো।

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া প্রতিনিধি
২৯/১২/২০২১