মুজিব বর্ষকে সামনে রেখে দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
মুজিব বর্ষকে সামনে রেখে বিদ্যু বিভাগের উদ্দোগে দেশের পল্লী বিদ্যু সমিতি বৈদ্যুতিক পেশায় দক্ষ জনশক্তি সৃষ্ঠির লক্ষ্যে প্রতিটি সমিতি ৩০ জন শিক্ষিত বেকার যুবকদের ২ মাস ব্যাপি প্রশিক্ষন কর্মসৃচির উদ্বোধন করা হয়েছে । বৃহস্পতিবার বেলা ১ টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ডঃ তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম ।
এ সময় সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রশিক্ষণ হল রুমে ৩০ জন শিক্ষার্থীসহ সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মোঃ ছোলাইমান মিয়া, উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সমিতির পরিচালনা পরিষদের সভাপতি মোঃ রেজাউন কবির, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম সঞ্জিব কুমার রায়, এজিএম(সদস্য সেবা) সুফিয়া আমির সহ সমিতির কর্মকর্তা-কর্মচারীগন ওই উদ্বোধনী অনুষ্ঠান দেখেন ।
পরে এ বিষয়ের উপর ৩০ জন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মোঃ ছোলায়মান মিয়া, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সমিতির পরিচালনা পরিষদের সভাপতি মোঃ রেজাউন কবির, ডিজিএম সঞ্জিব কুমার রায় প্রমুখ ।