উল্লাপাড়া

মুজিববর্ষে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারদের ঘরে বিজয় তুলে দেওয়া যাবে না উল্লাপাড়ায় মোহাম্মাদ নাসিম এমপি

উল্লাপাড়া প্রতিনিধি ঃ মোঃ আব্দুস ছাত্তার

বিদ্যুৎ ঘাটতি মোকাবেলা করে আমরা এখন বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছি। বাংলার প্রতিটি ঘর এখন বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠেছে। মুবিবর্ষে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারদের ঘরে বিজয় তুলে দেওয়া যাবে না। জঙ্গীবাদ দমন করে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আলোকিত করে তুলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একের পর এক বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন ।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মাদ নাসিম এমপি শুক্রবার বিকেলে উল্লাপাড়া আওয়ামী লীগ আয়োজিত দলের প্রয়াত নেতা এ্যাড. মারুফ বিন হাবিবের শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছি। উপজেলা আওয়ামী লীগ কাযার্লয় চত্বরে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় তিনি আরো বলেন, দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত করতে হবে। দলের তৃনমূল নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের মোকাবেলা করতে হবে। শোক সভায় প্রয়াত আওয়ামী লীগ নেতা মারুফ বিন হাবিবের স্মৃতিচারণ করে তিনি বলেন, মারুফ ছিল দলের একজন ত্যাগী ও সৎ নেতা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, উল্লাপাড়া পৌর মেয়র এস. এম. নজরুল ইসলাম ও আরিফ বিন হাবিব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. কে. এম. হোসেন আলী হাসান, উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, সিরাজগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক একরামুল হক, উল্লাপাড়া যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ। এর আগে মোহাম্মাদ নাসিম এমপিসহ অন্যান্য নেত্রীবৃন্দরা প্রয়াত নেতা মারুফের কবর জিয়ারত করে তার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে তার বাসভবনে যান। উল্লেখ্য, উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এ্যাড. মারুফ বিন হাবিব গত ২৬ জানুয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।