সিরাজগঞ্জ

মুক্তিযোদ্ধাদের ৩০ %কোটা বহালের দাবীতে সিরাজগঞ্জে সমাবেশ ওস্মারক লিপি প্রদান।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিরাজগঞ্জ জেলা কমান্ড,সদর কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে মঙ্গলবার (৩০ অক্টোবর’১৮) সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলা
ম্যাজিষ্ট্রেট কোটের সামনে সমাবেশ করা হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শফিকুল ইসলাম।
এতে বক্তব্য রাখেন, যুদ্ধকালীন কমান্ডার গাজী ইসহাক আলী,জেলার সাবেক কমান্ডার গাজী সোরহাব আালী, সাবেক জেলা ডেপুটি কমান্ডার গাজী আশরাফুল ইসলাম জগলু চৌধুরী, সদর উপজেলা কমান্ডার গাজী ফজলুর রহমান খান, সদর উপজেলা ডেপুটি কমান্ডার গাজী আব্দুল মজিদ প্রমুখ। পরিচালনায় ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মামুনুর রশীদ মামুন। পরে জেলাপ্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।