উল্লাপাড়া

মিলে মিশে খেলা করি, সুস্থ্যতাকে জয় করি- তানভীর ইমাম এমপি

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

মিলে মিশে খেলা করি, সুস্থ্যতাকে জয় করি, সন্ত্রাস, নাশকতা ও মাদককে না বলি ।এ শ্লোগানের মাধ্যমে শনিবার উল্লাপাড়া সরকারী কলেজ খেলার মাঠে এইচ টি ইমাম আন্তঃ জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে খেলোয়ার ও উপস্থিত জনতার উদ্দেশ্যে উপরোক্ত কথা গুলো বলেন জনাব তানভীর ইমাম এমপি । উদ্বোধনী খেলায় রংপুর জেলা একাদশ বনাম কুষ্টিয়া জেলা একাদশ এর মধ্যে প্রতিযোতা হয় । এ খেলায় কুষ্টিয়া একাদশ-রংপুর একাদশকে ৪-১ গোলে হাড়িয়েছে ।