মাহমুদপুরে বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ পৌরসভার মাহমুদপুরে জোড়পুর্বক আবুল হোসেন নামের এক দিনমুজুরের বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ এলজিইডির অফিস সহকারী ফজল সেখের
বিরুদ্ধে।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল সকালে পৌরসভার মাহমুদপুর উত্তরপাড়ায় গ্রামের মৃত আলেক শেখের পুত্র আবুল হোসেনের বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করে একই এলাকার মৃত তসলিম
উদ্দিনের পুত্র লিপন মানিক ও তাদের বোনের জামাই ফজল সেখসহ অজ্ঞাত আরো ৫/৬ জন। আবুল হোসেন অভিযোগ করে বলেন, ফজল শেখ গংরা দীর্ঘদিন যাবত আমার প্রতিবন্ধী বোনের জমি জোড়পূর্বক দখলের চেষ্টা করে। এতে আমি বাঁধা দিলে আমাকে দেশীয় অস্ত্রদিয়ে এলোপাথারী মারপিট করেন। এসময় ফজল শেখ গংরা আমার বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। এবং আমাকে বিভিন্নভাবে হত্যার হুমকী-ধামকিসহ পুলিশ দিয়ে নানা হয়রানী করছে। এতে আমার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আজিম বলেন, মারপিটের ঘটনায় একটি অভিযোগ পেয়ে ঘটনাস্থ পরিদর্শন করা হয়েছে। দুই পক্ষে মিমাংমা করার জন্য বলা হয়েছে।