মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জ সদর ইউএনও মাশুকাতে রাব্বি
নিজস্ব প্রতিবেদক ঃ
উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তার দায়িত্ব পালনের পাশাপাশি একজন মমতাময়ী মায়ের ভূমিকায় এতিম শিশুদের পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি। এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে তিনি শুধু অর্থ, খাদ্য, পোশাক, সহায়তাই নয় নিজের বিয়ের ১৫ ভরি গহনা দিয়ে ৮৪ জন মেয়ে শিশুর কানের দুল গড়িয়ে দিয়ে অনন্য নজির সৃষ্টি করেছেন। আর এ কাজে তিনি অনুপ্রাণিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক কাজ দেখে। মাননীয় প্রধানমন্ত্রী যেমন মমতাময়ী মায়ের ভূমিকায় অসংখ্য নারী ও শিশুর পাশে দাঁড়িয়েছেন তেমনি মাশুকাতে রাব্বি সারা জীবন এতিমদের পাশে থাকতে চান। শুধু তাই নয় বাংলাদেশের স্বাধীনতা অর্জনে যাদের অনন্য অবদান রয়েছে সেই বীর মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়াতে ও তাদের সম্মানিত করতে গৌরব বোধ করেন তিনি। আর এজন্য তিনি মাঝেমধ্যেই বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে নানা আয়োজন করেন তাদেরকে উপহার প্রদান করেন, আর এ সকল কাজের জন্য যে অর্থ ব্যয় হয় তা তিনি সম্পূর্ণ নিজের উপার্জিত আয় থেকে করে থাকেন। এছাড়াও তিনি দেশ-বিদেশে অসংখ্য অসহায় মানুষকে অর্থ সহায়তা ও নানাভাবে সাহায্য করে থাকেন।
৩৩ তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা মাশুকাতে রাব্বি। উত্তরবঙ্গের বিভাগীয় শহর রাজশাহীর কালিকাপুর গ্রামে পৈতৃক নিবাস। পিতা মজিবুর রহমানও একজন সরকারি কর্মকর্তা ছিলেন। দুই বোনের মধ্যে তিনি ছোট। বড় বোন পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং ভগ্নিপতি শামীম আলম প্রশাসনিক কর্মকর্তা। বর্তমানে কুমিল্লা জেলার জেলা প্রশাসক। শিশু বেলা থেকেই মেধাবী এই প্রশাসনিক কর্মকর্তা ভগ্নিপতিকে দেখে প্রশাসনিক কর্মকর্তা হবার স্বপ্ন দেখতেন। এবং পরিশ্রম ও মেধার যোগ্যতায় প্রশাসনিক কর্মকর্তা হয়েছেন। ছোটবেলা থেকেই মানুষের পাশে দাঁড়ানো তার হবি। বিশেষ করে এতিম শিশুদের দেখলে তার হৃদয়ে এক অন্যরকম অনুভুতির সৃষ্টি হয়। রাজশাহী পিএন সরকারি স্কুল থেকে কৃতিত্বের সাথে এসএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগি লাভ করে প্রশাসনে যোগ দেন।
চাকুরী জীবনে প্রথমেই ব্রাহ্মণবাড়িয়া জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে ২০১৪ সালে সহকারী কমিশনার হিসেবে যোগ দেন। হঠাৎ একদিন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক তাকে সঙ্গে নিয়ে সরকারি শিশু পরিবার কেন্দ্রে যান। সেখানে সকল এতিম শিশুদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। অধিকাংশ শিশু হাতে মিষ্টি পেয়ে আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে মিষ্টি খেতে শুরু করলেও একটি শিশু মিষ্টি খাচ্ছে না শুধু রস চুষে খাচ্ছে আর মিষ্টিটি সযত্নে রেখে দিচ্ছে। শিশুটির কাছে গিয়ে দেখেন এই একটি মিষ্টি শিশুর জীবনের যেন পরম পাওয়া। জীবনের কখনোই সে মিষ্টি খায়নি। একটি মিষ্টি পেয়ে সে যেন আনন্দে আত্মহারা। এরকম শিশুদের দেখে তাদের প্রতি ভালোবাসা ও সহানুভূতি সৃষ্টি হয়। তখন থেকে মনে মনে প্রতিজ্ঞা করেন এতিম শিশু যেখানেই পাবেন সেখানেই সাধ্যমত সাহায্য করবেন। তারপর দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারী ও শিশুদের যে কার্যক্রম তা দেখে আরো উদ্বুদ্ধ হয়ে এবং সামাজিক দায়িত্ব বোধ থেকে কাজটি করতে উৎসাহিত হন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে বালক ও বালিকা দুটি শিশু পরিবার প্রতিষ্ঠান রয়েছে সমাজসেবা বিভাগের অধীনে। বালিকা শিশুদের মুখে হাসি দেখার জন্যই তিনি তার জীবনের বিশেষ সম্পদ ১৫ ভরি সোনার গহনা। যে গহনা তিনি বিয়ের সময় উপহার পেয়েছিলেন। সেই গহনা ভেঙ্গে ৮৪ জোড়া কানের দুল তৈরি করে ৮৪ জন এতিম বালিকার কানে পরিয়ে দিয়েছেন। কানের দুল পাওয়া এতিম বালিকাদের যে অভিব্যক্তি ছিল তা তিনি কোনো দিন ভুলবেন না। এরপর থেকে যতদিন ব্রাহ্মণবাড়িয়া ছিলেন ততদিন মাঝেমধ্যেই শিশু পরিবার বালক- বালিকাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করতেন। বালিকা শিশু পরিবারের কার্যালয়ে ও কক্ষে ফার্নিচার সহ বিভিন্ন তৈজসপত্র ও পোশাক প্রদান করেন। এরপর ২০১৭ সালে বদলি হয়ে বগুড়ায় যাওয়ার পর বগুড়া শিশু পরিবারের সদস্যদের জন্য মাঝেমধ্যে ভালো খাবারের ব্যবস্থা করতেন। আরেকটি মানবিক কাজ তিনি করেন রোহিঙ্গাদের জন্য। ২০১৭ সালে রোহিঙ্গারা আমাদের দেশে আশ্রয় নিলে আমাদের সরকারের সাহায্যের আহবানে সাড়া দিয়ে ৪ লক্ষ টাকা সরকারি হিসাব নম্বরে জমা দেন। এরপর ঢাকায় বদলি হলে ২০১৯ সালে ঢাকার মিরপুর শিশু পরিবারের শিশুদের জন্য ৫ লক্ষাধিক টাকার ফার্নিচার ও তৈজসপত্র প্রদান করেন। আরো একটি স্পর্শকাতর মানবিক কাজ করেন ফিলিস্তিনি মুসলমানদের জন্য। ঢাকায় কর্মকালীন ফিলিস্তিন সরকারের সাহায্যের আবেদনে সাড়া দিয়ে ফিলিস্তিন দূতাবাসে ২ লক্ষ টাকা সাহায্য প্রদান করেন। ঢাকা থেকে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নিয়ে ২০২১ সালে আসেন। এসেই সিরাজগঞ্জ শিশু পরিবারের খোঁজখবর নিতে শুরু করেন। শিশুদের ভালো খাবার ও পোশাক প্রদান করে যাচ্ছেন। সিরাজগঞ্জের অন্যান্য বেসরকারি এতিমখানার মধ্যে শিয়ালকোল গ্রামে এতিমখানায় একাধিকবার খাবার প্রদান, বহুলী ইউনিয়নে মহিলা এতিমখানায় একাধিকবার খাবার প্রদান করেছেন। সিরাজগঞ্জে যতদিন থাকবেন ততদিন এতিমদের পাশে থাকবেন বলে জানিয়েছেন। এছাড়া তিনি তার জন্মস্থান নিজ গ্রামে মহিলাদের নামাজের জন্য মসজিদ নির্মাণ করে দিয়েছেন।
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী পরিবারের সন্তান মাশুকাতে রাব্বি জানান, তার অনেক আত্মীয়-স্বজন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তাদের ত্যাগের কথা বিবেচনা করে এবং তাদের অনুসরণ করেই মানবিক সেবা করে যাচ্ছেন। প্রায় ৯ বছরের চাকুরি জীবনে নিজের জন্য খুব সামান্য খরচ ব্যতীত বাকি অর্থ মানব সেবায় ব্যয় করেছেন। যতদিন বেঁচে থাকবেন মানবিক এ কাজ চালিয়ে যাবেন।