দেশগ্রাম

মাদক নির্মূল ও অপরাধ দমনে শাহজাদপুর থানা পুলিশ অত্যন্ত সজাগ।

০৪/০৭/১৮ তারিখে কুখ্যাত ০২ (দুই) জন হেরোইন ব্যবসায়ী আয়নাল ভোলন ও শরীফ গ্রেফতারসহ প্রত্যন্ত নদী অঞ্চল সোনাতনী ইউনিয়নের বানতিয়ার গ্রাম হইতে ০৭ জন জুয়াড়ীদের হাতেনাতে গ্রেফতার শাহজাদপুর থানা পুলিশ ।

অফিসার ইনচার্জ জনাব মোঃ খাজা গোলাম কিবরিয়া স্যারের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) কে এম রাকিবুল হুদা, পুলিশ পরিদর্শক (অপরেশন্স এন্ড কমিউনিটি পুলিশিং) মোঃ আসলাম হোসেন এবং শাহজাদপুর থানার অফিসার ও ফোর্সগন শাহজাদপুর থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা প্রত্যন্ত নদী অঞ্চল সোনাতনী ইউনিয়নের বানতিয়ার গ্রাম হইতে ০৭ জন জুয়াড়ীদের হাতেনাতে গ্রেফতার করিয়া থানায় আনেন। এছাড়া আরেকটি অভিযানে কুখ্যাত ০২ (দুই) হেরোইন ব্যবসায়ী আয়নাল ভোলন ও শরীফ গ্রেফতার হয়। এই নিয়ে মোট ০৯ জন আসামীদের কোর্টে সোপর্দ্দ করার পূর্বে তোলা ছবি।

প্রতিনিধি ; শেখ মো: রাসেল