মহান বিজয় দিবসের মাস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করলেন স্কুল শিক্ষিকা ফারজানা হক
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
মহান বিজয় দিবসের মাস উপলক্ষে স্কুল পর্যায়ে কোমলমতি শিশু শিক্ষার্থীদের জন্য গাছের চারা উপহার দিলেন, সিরাজগঞ্জ পৌরএলাকার ছাদ বাগানী ও মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফারজানা হক।
সোমবার সকাল ৭ টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরে ধানবান্ধি সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩ শত গাছের চারা বিতারণ করেন।
শুধু মহান বিজয় দিবসের মাস নয়, বাংলাদেশের যে কোন জাতীয় দিবস এলে শিক্ষার্থীদের জন্য নিজ বাগানের কাটিং ও বীজ থেকে উৎপাদিত চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন। সেই সাথে বিদ্যায়ে বাগান না থাকলে নিজ উদ্যোগ সেই স্কুলে বাগান করে দেন।
এই চারা বিতরণে একদিকে যেমন বাংলাদেশ হচ্ছে সবুজ শ্যামলে পরিণত, অপরদিকে সেই সাথে জাতীয় দিবসের বিভিন্ন ইতিহাস সম্পর্কে জানতে পারে। তার ৩২ শত স্কয়ার ফুট বিশাল ছাদ বাগানে প্রায় পাঁচ হাজারের অধিক বিভিন্ন দেশী- বিদেশী বিরল প্রজাতির গাছ রয়েছে।
এ ব্যাপারে ছাদ বাগানী ও মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফারজানা হক বলেন, বিদ্যালয়ে বৃক্ষরোপণ এবং পরিষ্কার ও পরিছন্নতা একটি পাঠ্য বইয়ের অংশ যে হে তু প্রথমিক বিদ্যালয় প্রি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কোমলমতি শিক্ষার্থী পাঠদান করে তারা সবসময় সুন্দর এবং ভালো জিনিসই গ্রহণ করে। নিঃসন্দেহে বৃক্ষরোপন একটি ভাল কাজ। আমি স্বয়ংসম্পূর্ণভাবে বৃক্ষরোপণ করে সফল হয়ে আগামী দিনের ভবিষ্যৎ সকল ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করছি।
এ সময় উপস্থিত ছিলেন, ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাহানা সুলতানা খান, সহকারি শিক্ষক আমিনুল ইসলাম।