মরহুম সেলিম রেজা সুজন স্মৃতি ফুটবল লীগের শুভ উদ্বোধন অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক :
” মাদক কে ঘৃনা করি, মাদক মুক্ত সমাজ গঠন করি ” এই শ্লোগান কে সামনে নিয়ে নানা জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে রংবেরং বেলুন ও ফেস্টুন উড়ীয়ে আকাশের শান্তির নীড় কবুতর অবমুক্ত করে, শুক্রবার( ২১ জানুয়ারি) বিকেল ৩টায় সিরাজগঞ্জ সদর উপজেলা মালশাপাড়া পশ্চিম হাজীপাড়া মিলন সংসদ ক্লাব আয়োজিত মরহুম সাবেক ফুটবলার সেলিম রেজা সুজন স্মৃতি ফুটবল লীগ ২০২২ খ্রি. শুভ উদ্বোধন খেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন সিরাজগঞ্জ পৌরসভা ১৪ নং ওয়ার্ডের সন্মানিত সাবেক কাউন্সিলর মোঃ জাহাঈীর আলম ( ভূট্ট) , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মুরাদুজ্জামান ( মুরাদ) মোঃ আব্দুল আজিজ সেখ , মোঃ মোঃ আব্দুস সালাম সেখ, মোঃ আবু সিদ্দিক , মোঃ মিলন শেখ, মোঃ বারেক সেখ, , মোঃ হাবিবুর রহমান ( হাবীব) মোঃ জুয়েল পারভেজ কবীর, এবং এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোঃ মেহেদী হাসান ( উজ্জল) মোঃ আরাফাত ( হিরু) মাসুম রেজা ( মুসা) মো কাইজুল পারভেজ মোঃ রোকোনুজ্জামান ( রোকন) আব্দুল হান্নান ( বাবু), নুরেই আলম ( সুইট ) মুন্সী নিবিড় প্রমূখ। মরহুম সাবেক ফুটবলার সেলিম রেজা সুজন স্মৃতি ফুটবল লীগে মোট ৫টি দলের অংশগ্রহণে করে। উদ্বোধন অনুষ্ঠানে মালশাপাড়া টাইগার একাদশ ও সিরাজগঞ্জ পাওয়ার একাদশ অংশগ্রহণ করে। খেলায় মালশাপাড়া টাইগার একাদশ ১ – সিরাজগঞ্জ পাওয়ার ০
খেলায় মালশাপাড়া টাইগার একাদশ ১ গোলে জয়ী হয়। উক্ত খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রুবেল শেখ লাইসম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মনিরুল ইসলাম (মনি) ও পারভেজ, ধারাভারস্বকার হিসেবে ছিলেন মোঃ ইকবাল হোসেন,
উল্লেখ্য প্রতি বৎসরের ন্যায়ে ফুটবল টুর্নামেন্টি ফুটবল প্রিয় মানুষ যারা মৃত্যু বরণ করেছেন তাদের স্মৃতি চারণে খেলা আয়োজন করে থাকে মিলন সংসদ ক্লাব এবার ৪র্থ বারের মত মালশাপাড়া পশ্চিম হাজীপাড়ায় সাবেক ফুটবলার সেলিম রেজা সুজন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হচ্ছে। এ খেলায় সর্বমোট ৫ টি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
