উল্লাপাড়া

মরহুম সাখাওয়াৎ হোসেন স্মৃতি ভলিবল টুর্নামেন্টে উদ্বোধন-উল্লাপাড়ায়

উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মরহুম সাখাওয়াৎ হোসেন স্মৃতি ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার ১লা মার্চ বিকেলে পূর্বদেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বড়হর ইউপি চেয়ারম্যান জহুরুল হাসান নান্নুর সভাপতিত্বে উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন উল্লাপাড়া পৌরসভার প্যানেল মেয়র আমিরুল ইসলাম আরজু,উল্লাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয়,মোঃ সেলিম রেজা সহকারী এডজুটেন্ট বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ,ফরিদুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী,বাবলু কুমার রায় ইউপি সদস্য,কবিরুল ইসলাম পরিচালক মুক্তাহার মডেল স্কুল এন্ড বালিকা বিদ্যালয়। উদ্বোধনী ম্যাচে প্রথম পর্বের খেলায় অংশগ্রহণ করেন শাহীকোলা নব প্রভাতী যুব সংঘ উল্লাপাড়া ও নতুন পাড়া জামালপুর ভলিবল ক্লাব পাবনা। ৬০ পয়েন্টের খেলায় নতুন পাড়া জামালপুর ভলিবল ক্লাব বিজয়ী হয়েছে। উদ্বোধনী ম্যাচে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে মমিন হোমিও হলের সৌজন্যে পুরস্কার পেয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর খেলোয়াড় আহাদ হোসেন। শাখাওয়াত হোসেন স্মৃতি ভলিবল টুর্নামেন্টেরের পরবর্তী ম্যাচ গুলো প্রত্যেক শুক্রবারে অনুষ্ঠিত হবে।