মঞ্চে নাম ডাকায় ছাত্রলীগ নেতার নেতৃত্বে মঞ্চ ভাংচুর, অনুষ্ঠান পন্ড

লুৎফর রহমান, তাড়াশঃ

 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক রানা মন্ডলকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাইকে ঘোষনা দিয়ে মঞ্চে না ডাকায় তাঁর নেতৃত্বে অনুষ্ঠানের প্যান্ডেলের চেয়ার ও মঞ্চ ভাংচুরের অভিযোগে উঠেছে।
রোববার দুপুরে উপজেলার সগুনা ইউনিয়নের ধামাইচহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রায় ১৫ মিনিটি তান্ডব চলার পর সাংস্কৃতিক অনুষ্ঠানটি পন্ড হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ধামাইচহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল।
স্থানীয়রা জানান, রোববার ধামাইচহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন ধার্য্য ছিল। আর সকালে বিদ্যালয়ে মাঠে স্থাপিত মঞ্চে যথারীতি আমন্ত্রিত অতিথি, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য এবং শিক্ষকদের নিয়ে অনুষ্ঠান শুরু হয়। কিন্তু দুপুর ১ টার দিকে তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক ও স্থানীয় বাসিন্দা রানা মন্ডলকে ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাইকে ঘোষনা দিয়ে মঞ্চে না ডাকায় তিনি তাঁর ১০ থেকে ১২ জন সমর্থক নিয়ে আচমকা অনুষ্ঠান স্থলে ঢুকে পড়েন। এ সময় তাঁকে মঞ্চে না ডাকায় তিনি আয়োজকদের অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকেন। আর এমন আচরণ দেখে আয়োজকরা তাঁকে নিবৃত করার চেষ্টা করলে তিনি তাঁর সমর্থকদের নিয়ে প্যান্ডেলে থাকা চেয়ার ও মঞ্চ ভাংচুর করতে থাকেন। এভাবে প্রায় ১৫ মিনিট তান্ডব চালিয়ে প্রায় ৫৫টি চেয়ার ও মঞ্চের অংশ বিশেষ ভেঙ্গে ফেলেন। আর এ দৃশ্য দেখে উপস্থিত শিশু শিক্ষার্থীরা ভয়ে কান্নাকাটি করতে থাকে। আবার কেউ বা দৌড়া দৌড়ি করতে থাকে। তখন হামলাকারীরা বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করেন। তারপর এক পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানটি পন্ড হয়ে যায়।
অবশ্য এ খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এ প্রসঙ্গে ধামাইচহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে যা ঘটেছে তা ন্যাক্কারজনক।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু হাসেম খোকন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। যা মেনে নেওয়া যায় না।
পা

এ ব্যাপারে অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক রানা মন্ডল বিষয়টি অস্বীকার করে বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। এলাকার কতিপয় জুনিয়র ছেলেরা এমন ঘটনা ঘটিয়েছে বলে শুনেছি।
তাড়াশ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ইকবাল হাসান রুবেল বলেন, বিষয়টি আমি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। আর সত্যিই যদি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মন্ডল এ ঘটনা ঘটিয়ে থাকেন তাহলে তদন্ত করে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

ঘটনা প্রসঙ্গে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনও কেউ অভিযোগ দেননি। যদি অভিযোগ আসে তাহলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.