উল্লাপাড়া

ভ্রাম্যমান আদালতে উল্লাপাড়ায় দুই মিষ্টির দোকানকে জরিমানা

মোঃ আব্দুস ছাত্তার ,উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সোমবার উল্লাপাড়া পৌর বাজারে ভ্রাম্যমান আদালত দুটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে দই-মিষ্টি উৎপদনের তারিখ, মেয়াদোত্তীর্ন বিষয়ক লেভেল, বিএসটিআই-এর লাইসেন্স না থাকা ও ওজনে কম দেওয়ার অপরাধে ৮হাজার টাকা জরিমানা আদায় করেছেন। এদের মধ্যে লিলি মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা এবং আনন্দময়ী মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা জরিমান করা হয়। উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুব হাসান ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন। এসময় বিএসটিআই এর রাজশাহী জোনের মাঠ কর্মকর্তা গোপাল ঘোষ উপস্থিত ছিলেন।