ভ্রাম্যমান আদালতে অবৈধ বালু উত্তোলনকারীদের জেল-জরিমানা
সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের জেল- জরিমানা করা হয়েছে।পুড়ে ফেলা হয়েছে ৭টি বালু উত্তোলনের ড্রেজার মেশিন।এ সময় মেশিন মালিক সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শালগ্রামের ফজলুল হকের ছেলে সোহেল (৩৬) ও মোহাম্মদ আলীর ছেলে আনোয়ার হোসেন (৪১) কে গ্রেপ্তার করে সরিষাবাড়ী থানায় নেয়া হয়েছে। রোববার উপজেলার বাঘমারা ব্রীজপাড় এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
কামরুন নাহার। জানা যায় দির্ঘ দিন যাবৎ সাতপোয়া ইউনিয়নের বাঘমারা ব্রীজ পাড় এলাকা নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারী পৌর সভার ধানাটা গ্রামের বিঞ্চু মিয়া,শফিকুল ইসলাম, সোহেল মিয়া, আনোয়ার হোসেন,খলিল মুন্সী,বাঘমারার মজিবর,আনিছুর রহমান,হেলাল উদ্দিন নামক ব্যাক্তি বালু উত্তোলন করে আসছিল। বাঘমারা ব্রীজটি সু রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের ২ জনের ৫০ হাজার টাকার জরিমানা অনাদায়ে ২ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। এ সময় সাতপোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের,সরিষাবাড়ী থানার এস আই ঈমান আলী সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন।