উল্লাপাড়া

ভূমিহীন পুলিশ সদস্যর স্ত্রী কে বাড়ি প্রদান – উল্লাপাড়ায়

সোমবার এ উল্লাপাড়ায় ভূমিহীন এক পুলিশ সদস্যের বিধবা স্ত্রী কে বাড়ি হস্তান্তর করা হয়েছে। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদের উদ্যোগে উল্লাপাড়া থানার সকল পুলিশ সদস্যদের বেতনের একাংশের অর্থ দিয়ে টিনসেট বাড়িটি নির্মাণ করা হয়।
সোমবার বেলা ১১ টায় উপজেলার পূর্ণীমাগাঁতী ইউনিয়নের ভেটুয়াকান্দি গ্রামে মৃদুলা খন্দকারের হাতে নতুন বাড়ি চাবি তুলে দেন সিরাজগঞ্জ জেলা পুলিশ মিরাজ উদ্দিন আহম্মেদ।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উল্লাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান,উল্লাপাড়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার শরাফত ইসলাম,পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আলামিন সরকার সহ প্রমুখ।

এর আগে উপজেলা প্রশাসনের সহযোগীতায় উল্লাপাড়া থানা পুলিশ মৃদুলা খন্দকারের নামে ৬ শতক খাস জমি বন্দবস্ত দেয়। মৃদুলা উল্লাপাড়া সদর ইউনিয়নের মাগুড়া ডাঙ্গা গ্রামের মৃত পুলিশ সদস্য (এ.এস.আই)তাহের খন্দকারের স্ত্রী। ২০০৬ সালে তাহের খন্দকারের অকাল মৃত্যু হয়।এসময় ভূমীহীন এই পুলিশ পরিবার টি বড় অসহায় হয়ে পড়ে।

বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে মৃদুলা খন্দকার সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, ওসি কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ সহ পুলিশ সদস্যদের কে কৃতজ্ঞতা জানান।