ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কদের জন্য অ্যাম্বাসির প্রতিনিধির হাতে সহায়তা তুলে দিলেন সিরাজগঞ্জের মাহবুব পলাশ
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ
সম্প্রতি ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের মানুষের পাশে দাঁড়ানোর জন্য শুক্রবার ১৭ ফেব্রুয়ারী-২০২৩ ঢাকায় তুরস্কের অ্যাম্বাসির প্রতিনিধির হাতে সহায়তা তুলে দিলেন মাহবুব পলাশ।
তিনি সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের শেখ পাড়ার ছেলে বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত বিরল বিপন্ন উদ্ভিদের বাগানের মালিক বৃক্ষপ্রেমিক মাহবুব পলাশ।
মাহবুব পলাশ নিজের উদ্যোগে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের সহযোগিতায় সাড়ে তিন লাখ টাকার মূল্যের বিভিন্ন ধরনের শীতের পোষাক সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবহারিক জিনিস পত্র ক্রয় করেন, এর মধ্যে ছিলো ১২ টি মোটা কম্বল, ১০০টি জ্যাকেট, ১০০ টি টাউজার, ১০ টি স্লিপিং ব্যাগ, ৫০ টি ব্রেড সিট ও ১০০ টি কানটুপি সহ উলের মোজার প্যাকেট ভাগে ভাগে কয়েকটি বড় প্যাকেট গুলো তুরস্কের অ্যাম্বাসির নিকট হস্তান্তর করেছেন।
এসময়ে মাহবুব পলাশের সাথে ছিলেন, সিরাজগঞ্জের ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদের সভাপতি এবং নজরুল একাডেমি সিরাজগঞ্জের সদস্য, মানবতার মানুষ প্রদীপ সাহা সহ অন্যান্যরা।
মাহবুব পলাশ জানান, তুরস্ক অ্যাম্বাসির প্রতিনিধির কাছে ভূমিকম্প বিধ্বস্ত সকলের জন্য উপহার, তাদের হাতে তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি, যারা আমাকে সার্বিক সহযোগিতা করেছেন তাদের সকলের জন্য শুভকামনা, এবং ভবিষ্যতে এধরনের উদ্যোগের সাথে সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশা রাখছি।