ভুল থেকে শিক্ষাগ্রহণ করা উচিত -মোহাম্মদ নাসিম ।
সিরাজগঞ্জ নিউজ ২৪.ডেস্ক :
বিএনপি ও ঐক্যফ্রন্টকে উদ্দেশ্য করে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ভুল থেকে শিক্ষা গ্রহণ করা সবারই উচিত। মাথা গরম করে অনেক ভূূূল করেছেন। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টায় জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বঙ্গমাতা পরিষদের উদ্যাগে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, আমাদেরও যেমন উচিত, ওদেরও উচিত। বলতে চাই, আপনারা পার্লামেন্টে আসুন। সংসদে আসুন। শক্তিশালী বিরোধী দলের ভূমিকা আপনারা রাখুন। তিনি বলেন, ৭৩, ৭০ সালে বঙ্গবন্ধুর মতো, এত বড় বিশাল ব্যক্তিদের সামনে কিন্তু মাত্র ক’জন বিরোধী দলের সদস্য ছিল। এই পার্লামেন্টে অনেক প্রবীণ ব্যক্তিত্ব আছেন, আপনারা জানেন। কিন্তু তারপরও কিন্তু একজন সুরঞ্জিত সেনগুপ্তের জন্ম হয়েছিল, মনে রাখতে হবে আপনাদের। ১৪ দলের সমন্বয়ক আরও বলেন, সংসদে কয়টি আসন থাকল তা নয়; কতটা গঠনমূলক বিরোধিতা করা গেল, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।