সিরাজগঞ্জ

ভিক্টোরিয়া হাই স্কুলে শাহানা কাটুন বিষয় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ শহরের প্রাচীনতম শীর্ষস্হানীয় বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাইস্কুলে জেনারেশন ব্রেক থ্রু প্রকল্প-২ এর  আয়োজনে,  শাহানা কাটুন বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫সেপ্টম্বর)  সকালে ওই স্কুলের হলরুমে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন, জেলা  শিক্ষা অফিসার শফীউল্লাহ। তিনি বলেন, ৪০ টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে ভিক্টোরিয়া স্কুলের  শিক্ষার্থীরা ও   প্রতিযোগিতায় বেশ ভালো করেছে ।  

এতে সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের প্রধান   শিক্ষক সাজেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক রবিউল ইসলাম মন্ডল, শফিকুল ইসলাম প্রমুখ। এসময়   উপস্হিত ছিলেন, বিদ্যালয়ে  ম্যানেজিং কমিটির সদস্যরা  , সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।  অনুষ্ঠানে, বিদ্যালয়ের  ৩৫  জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি কনসাইড উইমেন ফর ফ্যামেলি ডেভেলমেন্ট (CWFD) জেনারেশন ব্রেক থ্রু প্রকল্প ২য় পর্যায়  সিরাজগঞ্জ ফিল্ড অফিস এর উদ্যোগে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউ এন এফপিএ) সহযোগিতায়,  বাস্তবায়নে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা  অধিদপ্তর,  ঢাকা,বাংলােদেশ।