ভিক্টোরিয়া হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ শহরের প্রাচীনতম বিদ্যাপীঠ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে, পবিত্র কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, জাতীয় সংগীত জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন,প্রতিযোগিদের কুচকাওয়াজ, অভিবাদন জ্ঞাপন, কপোত মুক্তি, মশাল পরিভ্রমন, ও ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে
সোমবার (১ এপ্রিল -২০১৯) দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ -২(সদর-কামারখন্দ ) আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খান, মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসহাক আলী, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন, যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুল বারী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক , জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার, বিএল এফ এর প্রধান, সাবেক মেজর মোজ্জাফর হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দীন, সহ-সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দীন পবলু, ৮নং ওয়ার্ড পৌর কাউন্সিলর ইয়ার আলী, ডাঃ আকরামুজ্জামান, ম্যানেজিং কমিটির সদস্য নূরুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম।
প্রধান অতিথি সিরাজগঞ্জ -২ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বলেন, জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়তে দেশে ব্যাপক উন্নয়ন করছেন। তিনি দুর্নীতিমুক্ত, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ বন্ধ করতে ও কাজ করছেন। সিরাজগঞ্জে বিগত ৫ বছরে শুধু উন্নয়নের জন্য ২৫ হাজার কোটি টাকার কাজ করা হয়েছে।
এই স্কুলের আরো উন্নয়নের জন্য কাজ করা হবে। তবে স্কুলের শিক্ষার্থীদের পড়াশুনার জন্য আরো বেশ মনোযোগী হতে হবে, পাশাপাশি খেলাধূলায় করতে হবেএবং অভিভাবকদের উদ্দেশ্য বলেন, তার সন্তানের প্রতি খোঁজ খবর রাখতে হবে এবং মাঝে- মধ্যে স্কুলে আসতে হবে। কোন শিক্ষার্থী যেন মাদক, সন্ত্রাস,জঙ্গীবাদ, ইভটিজিং ও খারাপ কাজে না জড়ায় এবং বাল্যবিবাহর কালো থাবা হতে রক্ষা করতে হবে। তিনি আরো বলেন, কামারখন্দ উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করেছি। এখন সিরাজগঞ্জ সদরকে মাদকমুক্ত করা হবে। তার পূর্বে বলি এখন ও যারা মাদকের সাথে জড়িত তারা আত্ম সমর্পণ করে ভালো হয়ে যান, নইলে র্যাব – পুলিশ বা আইনশৃংখলা বাহিনী ধরলে কোন তদবির নয়, ক্রসফায়ারে কোথায় পড়ে থাকবেন তা আপনারা ও জানেন। সবাইকে ভালো মানুষ হিসাবে গড়ে উঠতে হবে উন্নত সমৃদ্ধশালী দেশ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন, অত্রবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নীলমণি মজুমদার, ধারা বর্ণনায় ছিলেন, মির্জা মোঃ গোলাম মোস্তফা, ক্রীড়া পরিচালনার প্রধান ছিলেন, অত্র স্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিউল আলম। এ সময় উপস্হিত ছিলেন, স্কুলের সকল শিক্ষক,কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, শিক্ষার্থীরা ও অভিভাবকদের কয়েকজন।