ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পেলেন ওসি শহিদুল ইসলাম
লুৎফর রহমান, তাড়াশ:
মাসিক কল্যাণ ও অপরাধ সভা জুলাই/২৩ এর আলোকোড়া সিরাজগঞ্জের তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো শহিদুল ইসলামকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সন্মাননা স্বারক প্রদান করা হয়েছে ।
আজ (২২ আগস্ট) মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স এর বীর মুক্তিযোদ্ধা শহীদ আলাউদ্দিন ড্রিলশেডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অপস), সামিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হান্নান মিয়া সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
তাড়াশ থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মোঃ শহিদুল ইসলামের হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার)।
সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে,ওসি শহিদুল ইসলাম ২০২২ সালের ৬ এপ্রিল তাড়াশ থানায় যোগদানের পর থেকে চুরি, বাল্য বিবাহ, বিট পুলিশিং জোরদার করন ,হত্যা মামলা, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, মাদক নির্মূলে বিশেষ ভূমিকা রাখায় মাসিক কল্যাণ ও অপরাধ সভায় উনাকে বিশেষ সন্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট উপহার দেওয়া হয়।
এ ছাড়াও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তাড়াশ থানার ৪জন পুলিশ সদস্যকে ক্রেস্ট গ্রহণ প্রদান করা হয়। উনারা হলেন এসআই মোঃ আব্দুস সালাম,এসআই মোঃ মাসুদ রানা পারভেজ, এএসআই মোঃ বদিউজ্জামান, ও ড্রাই/ কনস্টেবল মোঃ আলমগীর হোসেন
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো শহিদুল ইসলাম জানান,
পুলিশ সুপার মহোদয়ের নিকট থেকে ক্রেস্ট গ্রহণ নিশ্চয়ই অফিসার এবং ফোর্সদের কর্ম উদ্দীপনা বৃদ্ধি করবে। তাড়াশ থানার অফিসার ও ফোর্সদের পক্ষ থেকে মান্যবর পুলিশ সুপার, মহোদয় কে অভিনন্দন জানাচ্ছি।