ভারতের নেতাজি সুভাষ বসু পীস এ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ইউপি চেয়ারম্যান জিয়া মুন্সি
নিজস্ব প্রতিবেদক ঃ
সমাজসেবায় ও আন্তরিকতার সাথে বিশেষ অবদান রাখায় দেশওজাতির গৌরব অসামান্য কৃতিত্বের জন্য ভারতের নেতাজি সুভাষ চন্দ্র বসু পীস এ্যাওয়ার্ড পেয়েছেন ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের তরুন চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি।
গত ২২ জুলাই ২০২৩ বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির আয়োজনে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন ঢাকায় নেতাজী সুভাসচন্দ্র বসু পিস এ্যাওয়ার্ড ২০২৩ সন্মাননা ও সনদপত্র হাতে তুলেদেওয়া হয়।
সিরাজগঞ্জ সদর উপজেলা ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের তরুন চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সিকে।
চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি তিনি তার অনুভূতিতে বলেনআজ আমি ভারতের কলকাতা থেকে দেওয়া নেতাজি সুভাষ চন্দ্র বসু এ্যাওয়ার্ডটি হাতে পেয়েছি।নেতাজী সুভাষ বসু পুরস্কারের মধ্য দিয়ে আমি মানবিক কাজে নিজেকে সমুন্নত এবং চারচর্চায় নিজেকে নিমগ্ন করতে আরো সচেষ্ট হবো। আমাকে এ পুরস্কারের জন্য মনোনীত করায় কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি।”