ভাতিজাকে হত্যার পর পুলিশের উপর হামলা ৭ পুলিশ আহত ,গুলিবিদ্ধ ঘাতক গ্রেফতার-সরিষাবাড়ীতে
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ীতে শিশু ভাতিজাকে জবাই করে হত্যাকারীকে গ্রেফতারের অভিযান চলাকালে ঘাতক কর্তৃক পুলিশের উপর হামলা সংঘর্ষে ৭ পুলিশ কর্মকর্তা
আহত। সংঘর্ষে গুলিবিদ্ধ ঘাতক সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার ভোর রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাঁপারকোনা গ্রামের মনছুর আলীর সাথে একই বাড়ীর আব্দুস সামাদ ভূলু কামারের ছেলে সোহানুর রহমান সোহেল কামারের পারিবারিক বিরোধের জের ধরে ভাতিজা মনছুরের ছেলে সিয়াম (৮)কে সোহেল কামার গত সোমবার সন্ধ্যায় তার ভাবী রুপার ঘরে পড়ানোর নামে ড়েকে নিয়ে পরিকল্পিত ভাবে ক্ষুর দিয়ে জবাই করে। এ
ঘটনা দেখে চিৎকার দিলে ছোট বোন মীম কেও হত্যার উদ্দেশ্যে ক্ষুর দিয়ে
আঘাত করে। আহত মীম সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ধেসঢ়;্র ভর্তি করা হয়েছে।এ দিকে সরিষাবাড়ী থানার পুলিশ খুনিকে গ্রেফতারে তৎপর হয়ে উঠে সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) জোয়াহের হোসেনের খান এর নেতৃত্বে পুলিশ ডোয়াইল ইউনিয়নের জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালায়। এ সময় খুনি সোহেল কামার পুলিশের অবস্থান টের পেয়ে
পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পুলিশ তাকে আটকের চেষ্টা করলে সোহেল কামার তার হাতে থাকা রাম দা দিয়ে পুলিশের উপর হামলা করে পালানো চেষ্টা করে। এ সময় পুলিশ আতœ রক্ষা খুনি সোহেলকে গ্রেফতার করতে শর্ট গানের ৭ রাউন্ড গুলি ছোড়ে।এতে সোহেল গুলিদ্ধি হয়ে মাটিতে পড়ে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সোহেল কে প্রথমে সরিষাবাড়ী হাসপাতালে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন ।ঘাতক সোহেলের হামলায় সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) জোয়াহের হোসেন খান (৫৫), এস আই ইমান আলী (৩৫), এস আই আশরাফ আলী (৩৮), এস আই আরিফুল ইসলাম (৩০),এস আই এনামুল হক (৪২), কনষ্টেবল ফরহাদ (৩৬) ও নূর ইসলাম আহত হয়। পুলিশ হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করতে সক্ষম হওয়ায় এলাকায় স্বস্থি নেমে আসে। নিহত সিয়ামের পিতা মনছুর আলী বাদি হয়ে সোহানুর রহমান সোহেল কামার সহ ৫ জনকে আসামী করে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামী ঘাতক সোহেলের মা সুফিয়া বেগম কে গতকাল মঙ্গলবার গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজেদুর রহমান জানান, সিয়াম হত্যার আসামী গুলিবিদ্ধ সোহেল ও তার মা’কে গ্রেফতার করা হয়েছে। সোহেলকে গ্রেফতার করতে গিয়ে আমার ওসি তদন্ত ও ৪ এস আই এবং ২ কন্সটেবল আহত হয়েছে।