ভাঙ্গুড়ায় শিল্পকলা একাডেমীর সেক্রেটারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান
রাজিবুল করিম রোমিও, ভাংগুড়া ( পাবনা), প্রতিনিধি,
সহযোগীতায়ঃ এস,এম রুবেল, ব্যুরো চীফ রাজশাহীঃ
ডিভিশন এন্ড ক্রাইম রিপোর্টাস। ভাঙ্গুড়া উপজেলা শিল্পকলা একাডেমীর বিদায়ী সাধারন সম্পাদক উপ-সহকারী প্রকৌশলী শরীফ উদ্দিন মল্লিক এর অবসর জনিত কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে বিদায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান তাঁর হাতে একটি ক্রেস্ট তুলে দেন। এ সময় শিল্পকলা একাডেমীর ট্রেজারার অধ্যাপক মাহবুব-উল-আলম বাবলু,শিল্পকলার সদস্য প্রধান শিক্ষক হাবিবা খন্দকার,প্রেসক্লাবেকর সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউএনও বলেন,শরিফ উদ্দিন মল্লিক একজন গুণি শিল্পী ও খুবই ভাল মানুষ ছিলেন।তিনি দীর্ঘদিন শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করায় প্রতিষ্ঠানটি এখন অনেক সুনাম অর্জন করেছে।