ভক্তগন মাইক বাজিয়ে ,নারী-পুরুষ মিলিত ভাবে যাচ্ছে তাড়াশের নওগাঁয় শাহ্ শরীফ জিন্দানী (রহঃ) এর বার্ষিক ওরসে ।
আব্দুল কুদ্দুস তালুকদার :
নওগাঁয় শাহ্ শরীফ জিন্দানী (রহঃ) এর বার্ষিক ওরসে যাচ্ছে ভক্তগন মাইক বাজিয়ে উৎসবের আমেজে নারী- পুরুষ মিলিত ভাবে। উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নওগাঁয় প্রতি বছর চৈত্র মাসের ১ম শুক্রবার ওরশ হয়ে থাকে। প্রায় ৫০০ বছর আগে অলিয়ে কামেল শাহ জিন্দানী ইসলাম প্রচারের জন্য এখানে আসেন। তাঁর মৃত্যুর পর দাফন হয় নওগাঁর বর্তমান মাজার প্রাঙ্গনে। তিন দিন জুড়ে মেলা চলে এ উপলক্ষে মাজারের পার্শ্ববর্তী বিশাল এলাকায়। জুমার নামাজ পর মেলা বা ওরস বলা চলে নিমিষে ফাঁকা হয়ে যায়। এত বড় জুমার জামাত জেলা তথা উত্তরবঙ্গে কোথাও হয় না। তবে মাজার – মসজিদ- মাদ্রাসা কমপ্লেক্স জুড়ে ওয়াজ মাহফিল, জিকির- আজকার চললেও একটু দূরেই মরা খালের ওপারে চলে গাঁজাসেবীদের আখড়া সারা রাত ভর বিশেষ ভাবে প্যান্ডেল নির্মান করে মূলতঃ বৃহস্পতিবার রাতে। ওরা আসে সারা দেশ হতেই, তবে রাজশাহী বিভাগের বেশী ; বুধবার এবং অধিকাংশ বৃহস্পতিবার পড়ন্ত বেলায়। মাজার কমিটি থেকে টিকেটের বিনিময়ে খিচুড়ী দেয়া হয় আগতদের, তবে নিজেদের বাহনে যারা দল বেঁধে আসে ওরা নিজেরাই রান্না করে খায় পিকনিক ধাঁচে। গান, বাজনাও চলে নাচের তালে তালে নারী- পুরুষ মিলে কোনো কোনো প্যান্ডেলে। গাঁজার ধোঁয়ার তো হিসেবই নেই। শুক্রবার ভোরেই এই তথাকথিত ভক্ত বা পাগলের দল চলে যায় নিজের বাড়ী, জুমার নামাজও না পড়েই ; ওয়াক্তিয়া নামাজের তো কথাই নেই। এ ব্যাপারে এলাকার সাবেক এমপি ম ম আমজাদ হোসেন মিলনকে এসবের প্রতিকারের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ওগুলি কিছু পীরের পাগল ভক্ত করেই থাকে। ওতে তেমন ক্ষতি নেই। অবশ্য গাঁজাখোরদের নিকট থেকে প্রতি প্যান্ডেল হতে প্রসাশনের লোকেরা এবং স্থানীয় চাঁদাবাজগন বখরা ঠিকমতোই নিয়ে থাকে। এই মাজারে সারা বছর লোকজন মানত উপলক্ষে সিন্নী দেয় তবে তা বাড়ে শুক্রবার। সবচেয়ে বেশী হয় বন্যার জলে যখন চলনবিল এলাকা টইটুম্বর থাকে তখন। কারন, এটা বিল এলাকা। বর্ষায় প্রধান বাহন এখানে নৌকা। বিলে পানি যত বাড়ে এখানকার মানুষ তত উৎফুল্ল হয়।