ব্যাপক সারা জাগিয়েছে সিরাজগঞ্জের কালামের আঁধারে ঘনঘটা গানটি
আবির হোসাইন শাহিন, নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের বেলকুচি জোকনালা গ্রামের আবুল কালাম আজাদের আঁধারে ঘনঘটা গানটি ব্যাপক দশকপ্রিয়তা পেয়েছে।২৪ তারিখে তার গাওয়া গান ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করা হয়।প্রকাশের পর থেকে ব্যাপকভাবে সাড়া জাগিয়েছে কালামের আঁধারে ঘনঘটা গানটি। এক পা দু পা করে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে তিল তিল করে ধারন করেছেন সংগীতকে, অংশগ্রহণ করেছেন বিভিন্ন প্রতিযোগিতায় স্কুল, কলেজ, থানা ও জেলা পর্যায়ে পুরস্কার ও জিতেছেন তিনি। তবে ক্লোজ আপ ওয়ান ও চ্যানেল আই সেরা কন্ঠে মিউজিক রাউন্ডের পরে আর টিকতে পারেন নি, পারিবার্শিক বিভিন্ন কারণে গান নিয়ে শক্তভাবে সময় দিলে হয়তোবা সম্ভব হতো।
ছোটবেলা থেকেই গান লিখা ও বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়া তার নেশা। স্কুল কলেজের গন্ডি পেরিয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করে একটা কম্পানিতে আই ই ডিপার্টমেন্টে কর্মরত আছেন তিনি, তবে কর্মরত অবস্থায় গান গাওয়া একটু থমকে গেলেও কাটে নি তার আগের নেশা….. তাই এবার মিউজিক স্টেশন আর্টের ব্যানারে কন্ঠশিল্পী হাবিল খানের সহযোগিতায়….. নিজস্ব কথা ও সুরে এবং ডালীম মাহমুদের মিউজিকে গাইলেন আঁধারে ঘনঘটা। তবে গানের বিষয়ে কালামের কাছে জানতে চাইলে তিনি বলেন আসলে গান গাওয়া আমার পেশা নয় বরং নেশা তবে শ্রোতারা যদি আমার গান শোনে উৎসাহ দেয় তাহলে মাঝে মাঝে দুই একটা গান করবো। যদিও আঁধারে ঘনঘটা আমার প্রথম একক গান শ্রোতাদের ভালো লাগাটা আমাকে উৎসাহিত করবে বলে আমি মনে করি। আমার পক্ষ থেকে একটাই চাওয়া শ্রোতারা যেন বাংলা গান শোনে বাংলা সংস্কৃতিকে ধরে রাখে।