বৈকন্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও শিশুবরণ অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম(এনডিপি)’র আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় আশা প্রজেক্টের আওতায় সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকন্ঠপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও শিশুবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ফেব্রূয়ারী ২০২৩) অত্র বিদ্যালয়ে সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত এনডিপির উপপরিচালক (এমএন্ডই) এবং ফোকাল পারসন আশা প্রজেক্ট কাজী মাসুদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঙ্গাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পাঙ্গাসী কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি মোঃ জাকির হোসেন সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসুচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সভার বিশেষ অতিথি কাজী মাসুদুজ্জামান। তিনি বক্তব্যে এনডিপির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং নীতি নৈতিকতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তাছাড়া আজকের শিশু আগামি দিনের ভবিষৎ নিয়েও পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন।