বেলকুচি থানার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আবির হোসাইন শাহীন ,নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ বেলকুচিতে ১২ মে রবিবার বিকালে বেলকুচি থানা চত্বরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বেলকুচি থানা মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুর রাজ্জাক বিশ্ব শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ইউসুফজি খান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) নুরে আলম,পুলিশ উপপরিদর্শক শামিম রেজা,ইউপি চেয়ারম্যান সোলায়মান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম, সাংবাদিক পারভেজ আলী, সাংবাদিক এবিএম মুসা সহ সুশীল সমাজের নেতৃত্ববৃন্দ।