বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে আনারসের গনজোয়ার ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
আগামী ১০ মার্চ ৫ম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মীর সেরাজুল ইসলাম স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আনারস মার্কা নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনার শীর্ষে রয়েছেন এবং আনারসের গনজোয়ার সৃষ্টি হয়েছে। আর ভোটরা বলেছেন, মীর সেরাজুল ইসলাম একজন আর্দশবান, সৎ, যোগ্য মাঠ পর্যায়ের নেতা, মাদক ও সন্ত্রাস বিরোধী মানুষ, নম্রমুখ হিসাবে আমরা তাকে চিনি এজন্য আমাদের মূূূূল্যবানটি ভোটটি আনারস মার্কায় দেওয়ার প্রত্যাশা করছেন । মীর সেরাজুল ইসলামের ভাই মীর মোশারফ হোসেন ঢাকা বনানী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ।