বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে মীর মোশারফ হোসেন আনারস মার্কায় ভোট চাচ্ছেন ভোটাদের ব্যাপক সাড়া।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
আগামী ১০ মার্চ বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর মাত্র ৬ দিন বাকি ভোটের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের দৌড় ঝাপ ততই বেড়ে চলছে। বেলকুুুচিতে স্বতন্ত্রপ্রার্থীদের দিকে ঝুকছেন বেশির ভাগ ভোটররা । ভোটের মাঠে বেশ তোরজোড় থাকলেও আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর ঠিক দেখা মিলছে না। স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা বেশীর ভাগ ছুটছেন স্বতন্ত্রপ্রার্থীর পিছনে। দলীয় মনোনয়ন দেওয়া প্রার্থীর পিছনে নেতাকর্মীদের দেখা না পাওয়ায় সাধারণ মানুষের মাঝে উৎকন্ঠা সৃষ্ঠি হয়েছে। এমন পরিস্থিতিতে ফুরফুরে মেজাজে নির্বাচনী কর্মসূচি পালন করছেন এবং সুবিধাজনক স্হানে ও বেশির ভাগ ভোটরা বলছেন নিরপেক্ষ ভোট হলে জয় হবে স্বতন্ত্র প্রার্থী মীর সেরাজুল ইসলাম। শনিবার বিকালে রাজাপুর ইউনিয়নে পথসভায় স্বতন্ত্র প্রার্থী মীর সেরাজুল ইসলাম এর বড় ভাই রাজধানী ঢাকার বনানী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ২১ আগষ্ট গ্রেনেড হামলায় আহত, বেলকুচির কৃতি সন্তান, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মীর মোশারফ হোসেন সকলের নিকট ছোট ভাই মীর সেরাজুল ইসলামের জন্য ভোট প্রার্থনা করেন। এসময় মীর মোশারফ হোসেন বলেন, আমি স্বতন্ত্র নির্বাচনের পক্ষে ছিলাম না, কিন্তু একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন হওয়া উচিত, অন্য দল যেহেতু নির্বাচনে আসে নাই, সেই হেতু শুধু আওয়ামীলীগের প্রার্থীর পাশাপাশি সতন্ত্র প্রার্থীরাও নির্বাচনে অংশ নিলে নির্বাচনটি উৎসবমুখর হয়। কেন্দ্রীয় ভাবেও এটা উম্মুক্ত করে দিয়েছে। যে বিজয়ী হবে সেই আওয়ামীলীগের উপজেলা চেয়ারম্যান। যেহেতু কোন বাধ্যবাধকতা নাই, তাই আমি আওয়ামীলীগের একজন সক্রীয় কর্মী হিসেবে আমার ছোট ভাই দলের তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনৈতিক নেতা মীর সেরাজুল ইসলাম। সে স্কুল জীবন থেকে কলেজ পর্যন্ত ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক এবং কলেজের ভিপি, দুই দুইবার থানা ছাত্রলীগের সভাপতি, দুই বার নির্বাচিত থানা যুবলীগের সভাপতি, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। সে জেল জুলুমসহ মিথ্যা মামলায় অনেক হয়রানীর স্বীকার হয়েছে। সেই ত্যাগী একজন নেতা আমার ভাই। তাই আমি আমার ভাইকে দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করিয়েছি এবং তার জন্য আমি সকল ভোটারের নিকট আমার ভাইয়ের মার্কা আনারস মার্কায় ভোট প্রার্থনা করছি। একারণে নির্বাচনটা আরো উৎসবমুখর হয়েছে। আওয়ামীলীগ ঘোষিত নির্বাচনটা নির্বাচন মুখি হয়েছে। আওয়ামীলীগের বাইরে যারা আছেন তারাও উৎসাহিত হয়েছেন ভালো প্রার্থী বেছে নেওয়ার জন্য। তিনি আরো বলেন, আমার বক্তব্য জনগণ পছন্দ করেছেন। আমার প্রার্থীকেও জনগণ বেছে নিয়েছে। আগামী নির্বাচনে তার জয় অবশ্যই হবে ইন্নশাআল্লাহ। তিনি আরো বলেন, ২০৪১ সালের মধ্যে আমরা হব সমৃদ্ধশালী উন্নত দেশ। শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে গোলাবারুদের প্রয়োজন নেই, প্রয়োজন সবার আন্তরিকতা, সততা। দেশ যেভাবে অর্থনৈতিক, রাজনৈতিকভাবে বৈশ্বিক অঙ্গনে এগিয়ে গেছে, সেই ভাবে বেলকুচি উপজেলা পরিষদকে সাজানো হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনানী থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম আজম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাহমুদুল হাসান সেলিম সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পথসভায় ভোটারদের কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা আওয়ামীলীগকে ভালোবাসি। যারা চেয়ারম্যান পদে নির্বাচন করছেন প্রত্যেক ব্যক্তিই আওয়ামীলীগের জন্য নিবেদিত প্রাণ। এ দিকে লক্ষ্য রেখে আমরা দলকে নয় ব্যক্তিকে প্রাধান্য দেব। এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করবো যে এই উপজেলার উন্নয়ন করবে। আর আমাদের সুখ দুঃখের অংশীদার হয়ে পাশে থাকবে। আমরা সৎ নিষ্ঠাবান, শিক্ষিত, মেধাবী, তরুণ এমন একজন ব্যক্তিকে ভোট দিন ।