বেলকুচি

বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহ ৩ জন গ্রেফতার।

সিরাজগঞ্জের বেলকুচিতে বিস্ফোরক মামলায় উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল ও উপজেলা যুবদলের সভাপতি বনি আমিনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ।

সোমবার (২৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার মুকন্দগাঁতী বাজার ও সমেশপুর বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বেলকুচি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আরিফুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বনি আমিন এবং রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ।

বেলকুচি থানার পরিদর্শক (ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে জানান, গ্রেফতারকৃত নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক মামলা, পুলিশের কাজে বাধা দানসহ একাধিক মামলা রয়েছে। সোমবার রাতে মুকুন্দগাঁতী বাজার এলাকায় অভিযান চালিয়ে আরিফুল ইসলাম সোহেলকে গ্রেফতার করা হয়। পরে সমেশপুর বিদ্যালয় মাঠ থেকে গ্রেফতার করা হয় বনি আমিন ও আলী আশরাফকে। মঙ্গলবার দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমেে জেল হাজতে পাঠানো হয়েছে।