বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা ।
সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
মঙ্গলবার ( ২৮ মে) সকালে সিরাজগঞ্জের বেলকুচি রাজাপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে, অত্র ইউনিয়ন পরিষদের হলরুমে ২০১৯-২০ সালের জন্য উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার (২৮মে) সকালে ইউনিয়নের সকল ইউপি সদস্য, কৃষক, এনজি ও কর্মী, ছাত্র-ছাত্রী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশাজীবি মানুষের একাংশ উপস্হিত ছিলেন। রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইউনিসেফ বাংলাদেশ এর জেলা সম্নয়কারী শফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাশ্মির সুলতানাসহ ইউপি সদস্য ও স্থানিয় গণ্যমান্য ব্যাক্তিগণ। ওই ইউনিয়ন পরিষদের সচিব, কল্পনা খাতুন ২০১৯-২০২০ অর্থ বছরের সম্ভাব্য বাজেটে ২ কোটি ৫৯ লাখ ২৩ হাজার ৮০৯ টাকা আয় এবং ২ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৩৯২ টাকা ব্যায় ধরে। এছাড়া ১ লাখ ৮ হাজার ৪১৭ টাকা উদ্বৃত্ত রেখে বাজেট পেশ করে। রাজাপুর ইউনিয়ন পরিষদ কতৃক ঘোষিত এই বাজেটে স্থানীয় সরকার ব্যবস্থার আওতায় উন্নয়ন মূলক সকল ধরণের বরাদ্দ রাথার পাশাপাশী শিশুকেন্দ্রীক উন্নয়নকে বিবেচনায় রেখে ইউনিয়নে প্রতিবন্ধী সেবা কেন্দ্র পরিচালনার জন্য, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য সহ জীবনমান উন্নয়নের জন্য এবং ঝরে পরা শিশুদের বিদ্যালয়মূখী করতে বিষেশ বরাদ্দ রাখা হয়েছে। বাজেট ঘোষণাকালে বক্তাগণ সম্ভাব্য বাজেটকে শতভাগ বাস্তবায়ন করার জন্য সকল পর্যায়ের জনগণসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন।