বেলকুচি

বেলকুচি উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলার বিভিন্ন বিষয়ে সুবিধা অসুবিধা তুলে ধরে দিকনির্দেশনা মুলক আলোচনা করা হয়,
আলোচনায় বিশেষ করে উপজেলার মুকন্দগাঁতী বাসস্ট্যান্ডে যানজট নিরসনে সবাইকে সচেতন হয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার আহবান জানানো হয়। সেই সাথে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পাড়া মহল্লায় এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে গড়ে উঠেছে মাদক ব্যবসা ও প্রকাশ্যে মাদকসেবন, সেই সাথে গড়ে উঠেছে কিশোর গ্যাং, তাদেরকেও প্রতিহত করার আহবান জানানো হয়।

২৮শে আগষ্ট বৃহস্পতিবার সকালে বেলকুচি উপজেলা হলরুমে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাজমুল হক, বেলকুচি উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি আলহাজ্ব আব্দুল বাকি, মুকন্দগাঁতী বাজার বনিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা আল মাসুদ, সমাজ সেবা কর্মকর্তা দেবাশীষ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, বেলকুচি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম, বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা, রাজাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ভুট্টু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্ম কর্তা উপজেলার সচেতন মহল ও ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।