বেলকুচির রাণী-মধ্যদেলুয়া গ্রামে এলাকবাসির টাকায় নির্মিত বাঁশের সাঁকো দিয়ে পাড়ি হয় ১২ গ্রামের মানুষ !
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের তাঁত সমৃদ্ধ বেলকুচি উপজেলার রাণীপুরা-মধ্যদেলুয়া গ্রামের যমুনার শাখা নদীর উপরে এলাকাবাসির চাঁদার টাকায় নির্মিত করা হয়েছে বাঁশের সাঁকো। এ অঞ্চলের ১২ গ্রামের প্রায় ২১ হাজার মানুষের যাতায়াতের একমাত্র এ সাঁকোই ভরসা। গ্রাম গুলো হলো, রতনকান্দি, মনতলা, বারপাখিয়া, মূলকান্দি, রাণীপুরা, বেড়া খারুয়া, পূর্ব দেলুয়া, মধ্য দেলুয়া, পশ্চিম দেলুয়া, দক্ষিণ দেলুয়া, দশখাদা ও বড়ইতলা। এ ব্যাপারে মধ্যদেলুয়া গ্রামের আব্দুর রাজ্জাক, হোসেন আলী, আব্দুস সাত্তার, লিটন, হাবিব সহ অনেকেই বলেন, এসব গ্রামের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এ সাঁকো দিয়ে আমরা চলাচল করে থাকি।