বেলকুচিতে ৬ টি ইউপি নির্বাচনে আঃলীগের ৪ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২ জন বিজয়ী।
তৃতীয় ধাপে বেলকুচিতে ৬ টি ইউপি নির্বাচনে আঃলীগের ৪ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২ জন বিজয়ী।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা তৃতীয়
ধাপে ইউপি নির্বাচন (২৮ নভেম্বর রবিবার) সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়ে
ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত।৬ টি উপজেলার মোট ৯৬টি কেন্দ্র ৫৮১ টি বুথে ভোট গ্রহন করা হয়।
৬ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২জন, সংরক্ষিত সদস্য পদে ৬৯জন, সাধারণ সদস্য পদে প্রার্থী সংখ্যা ২৩২ জন, প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা – ২০৭,৪৬৭ জন ।
১নং বেলকুচি সদর ইউপিতে মির্জা সোলায়মান হোসেন ও দৌলতপুর ৪ নং ইউপি’তে আশিকুর রহমান লাজুক বিশ্বাস বিনা ভোটে জয়ী হন।
৪ টি ইউনিয়নে ভোটের মাধ্যমে নির্বাচিত হন। এতে আওয়ামীলীগের ২ জন এবং ২ স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।
৩ নং ভাঙ্গাবাড়ি ইউনিয়নে- স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম মোটরসাইকেল প্রতিকে -৮৯৪৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন – আওয়ামীলীগের মনোনীত গাজী ফজলুল হক ভাসানী নৌকা প্রতিকে -৪২৯৬ ভোট পান।
৫ নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নে- স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দিন তার আনারস প্রতিকে ১২৯৭৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের মোঃ জিল্লুর রহমান নৌকা প্রতিকে -৭৬১৪ ভোট পান।
২ নং রাজাপুর ইউনিয়নে আওয়ামীলীগের সোনিয়া সবুর আকন্দ নৌকা ১৪৪৪০ বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আনারস প্রতীক ৭৭৮০ভোট পান।
৬ নং বড়ধূল ইউনিয়নে আওয়ামীলীগের আছির উদ্দিন মোল্লা নৌকা প্রতীক ৪২৪৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান ফরিদ আহম্মেদ আনারস মার্কা ৩৮৫৮ ভোট পান ।
২৮ নভেম্বর রাতে বেলকুচি উপজেলার রিটার্নিং অফিসার উপরোক্ত বেসরকারি ফলাফল ঘোষণা করেন ।
এ নির্বাচনে – ছোট-খাটো বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে সম্পন্ন হয়েছে বলে জানা যায়।