বেলকুচিতে ৩০০০লিঃ সয়াবিন তেল জব্দ, তিন প্রতিষ্ঠানকে জরিমানা ৭০ হাজার
মাসুদ রেজা, স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে
প্রায় ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে। এ সময় সয়াবিন তেল মজুদ রেখে উচ্চ মুল্য নেওয়ার অভিযোগে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে মজুদকৃত সয়াবিন তেল ন্যায্যমুল্যে খোলাবাজারে বিক্রি করা হয়।
বুধবার (১১ মে) দুপুরের দিকে বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান, অতিরিক্ত মুনাফা লাভের আশায় সয়াবিন তেল মজুদ রাখা হয়েছে এমন অভিযোগে বুধবার বেলা ১ টার সময় বেলকুচি উপজেলাধীন মুকুন্দগাঁতি বাজারের রায়হান , আব্দুল মালেক ও সুমন স্টোরে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
এ সময় মজুদকৃত অবস্থায় তাদের কাছে প্রায় ৩ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। তাদেরকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত বোতলজাত সয়াবিন তেল খোলা বাজারে বিক্রি করা হয়। এ ঘটনায় রায়হান স্টোরকে সাময়িক সিলগালা করা হয়েছে।